একসময়ের প্রমত্তা বালুনদ এখন মৃতপ্রায়। বর্ষা মৌসুম ছাড়া বছরের প্রায় পুরো সময়ই নদের বুক থাকে পানিশূণ্য। ধু-ধু বালুচর, কোথাও চাষাবাদ, কোথাও গরু চরানো কিংবা দূরন্ত কিশোরদের খেলাধুলার দৃশ্য চোখে পড়ে। অথচ একসময় এ নদের বুকে চলত জাহাজ। তিন যুগ আগেও...